
বিস্তারিত, রিমা আনজুমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
মহান ১৬ ই ডিসেম্বর ২০২৫, উপলক্ষে, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে, মহান ১৬ ই ডিসেম্বর উপলক্ষে, ফেডারেশন এর কার্যালয়ে এক আলোচনার অনুষ্ঠান আয়োজন করা হয়,
প্রধান অতিথি ,
মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন,
সভাপতিত্ব করেন,
মোহাম্মদ, গাজী মোঃ নূরে আলম, ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় কমিটির,
বিশেষ অতিথি
এডভোকেট, মোহাম্মদ আলমগীর হোসেন, আইন বিষয় সম্পাদক, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,
রিমা আঞ্জুমনা, মহিলা বিষয় সম্পাদক জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ও রেজাউল করিম, তোফাজ্জল হোসেন মনির হোসেন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ,
বক্তব্যে ,ইকবাল হোসেন মহোদয় জানান, স্বাধীন হওয়ার ৫৪ বছর ও বাংলার জনগণ এখন পর্যন্ত তাদের অধিকার পূর্ণভাবে পাননি, দল বদলায় কিন্তু তাদের অধিকার আদায়ের ব্যাপারে এখন পর্যন্ত, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না।
জাগো বাংলাদেশের শ্রমিক ফেডারেশনের সভাপতি মহোদয়, একাত্তরের শহীদের সকলের প্রতি শ্রদ্ধা জানান এবং তাহাদের আত্মার মারফাতে দোয়া কামনা করেন, পাশাপাশি বহু বছর স্বাধীন হওয়ার পরও, অদ্য পর্যন্ত বাংলার মেহনতি শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে, শ্রম দিয়ে গার্মেন্টস সেক্টরে কোটি কোটি টাকা বিদেশে থেকে মালিকরা কামালো ও ন্যায্য দাবি শ্রমিকরা আদায় করতে পারেননি, তাই তাহার নিন্দা ও জানান,।
তাই মহান বিজয় দিবস উপলক্ষে, বাংলার গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিকের মালিকদের, অনুরোধ জানান আগামীতে শ্রমিকদের প্রাপ্য মূল্য যাতে পায় সে ব্যবস্থা দানের অনুরোধ জানান।